ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা : বিজয়

প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা : বিজয়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে ৩৬ জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এ ঘটনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপাতি বিজয় বলেন, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা যায় না। তবু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অর্থ কখনো জীবনের মূল্য হতে পারে না। তবু অর্থনৈতিক সহযোগিতার কারণ ব্যাখ্যা করে বিজয় বলেন, এই অর্থ কোনোভাবেই এই দুঃখের ভার হালকা করতে পারবে না, তবে এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করছি। এর আগে মাইক্রোব্লগ্লিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন বিজয়। তাতে এ তারকা লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে; আমি সহ্য করতে পারছি না। অবর্ণনীয় এই বেদনা ও দুঃখ অনুভব করছি। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আরও পড়ুন

গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। পরে তা মামলা পর্যন্ত গড়ায়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে : তথ্য উপদেষ্টা

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

জুলাই সনদের ভিত্তিতে ইইউকে নির্বাচনের কথা জানাল জামায়াত

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার

পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা : বিজয়