জুলাই সনদের ভিত্তিতে ইইউকে নির্বাচনের কথা জানাল জামায়াত

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইইউ প্রতিনিধিদল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছেন। তারই ধারাবাহিকতায় আমিরে জামায়াতের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। বৈঠকে তারা জানিয়েছে ৬৪ জেলাতেই নির্বাচনে পর্যবেক্ষণ করবে। গোলাম পরওয়ার বলেন, আমিরে জামায়াত আগামী নির্বাচন শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন।
আরও পড়ুনতিনি বলেন, প্রবাসী ভোটাদের সম্পর্কে প্রতিনিধিদল জানতে চেয়েছিলেন, জামায়াতের আমির বলেছেন নির্বাচন কমিশন এ বিষয়ে পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিনিধিদল জামায়াতের মনোভাব জানতে চেয়েছেন বলে জানান পরওয়ার। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমিরে জামায়াত বলেছেন, ফেব্রুয়াতি নির্বাচনে যেতে চায় জামায়াত। তবে জুলাই সনদের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচনের কথা জানিয়েছে জামায়াত।
মন্তব্য করুন