ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

শিক্ষার্থীর হাতে কাঁচের টুকরো রেখে সেলাই

শিক্ষার্থীর হাতে কাঁচের টুকরো রেখে সেলাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর হাতের ক্ষতস্থানে কাঁচের টুকরো রেখেই সেলাই দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক রাজু। এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকাল ৪টায় পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের স্কুল বাসের সাথে স্থানীয় বাসষ্ট্যান্ডে গরু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।

এ ঘটনায় হামছায়াপুর গ্রামের আব্দুল বারীর ছেলে ও আরডিএ স্কুলের দশম শ্রেণির ছাত্র জাকিরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বেশ কয়েকজন ছাত্রের হাতে কাঁচের আঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয়, যার মধ্যে জাকিরের বাম হাতে কাঁচের আঘাত গুরুতর হওয়ায় ডিউটিরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক রাজু ভালো ভাবে ক্ষতস্থান পর্যবেক্ষণ না করেই সেলাই করে দেন এবং বলেন সব ঠিকঠাক আছে। তিন দিন পর ড্রেসিং করে নিয়ে যেতে বলেন।

বাড়িতে নেয়ার পর ক্ষতস্থান ফুলে সেলাই খুলে গিয়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। এ অবস্থা দেখে পরিবারের লোকজন সাথে সাথে প্রাইভেট ক্লিনিক থেকে ক্ষতস্থানের এক্স-রে করালে রিপোর্টে স্পষ্ট ভাবে দেখা যায়, ভিতরে কাঁচের বড় একটা অংশ রয়েই গেছে। যেটা ভিতরে রেখেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক সেলাই প্রদান করেছেন। এরপর অপারেশন করে প্রায় ১ ইঞ্চি কাঁচের অংশ বের করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

আহত শিক্ষার্থী জাকিরের সহপাঠী সাখাওয়াত মন্ডল সিনহা বলেন, আমরা আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সামান্য পরিস্কার করে সেলাই দিয়ে দেন।  এ ব্যাপারে ডাক্তার আব্দুর রাজ্জাক রাজু বলেন, খালি চোখে দেখা যায়নি। যদি দেখতে পেতাম তাহলে কি কাচের টুকরা ভেতরে রাখতাম। তাছাড়া প্রচুর রক্তপাত হচ্ছিল, রক্ত বন্ধের জন্য দ্রুত সেলাই দিয়েছি।

এ বিষেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিত সিদ্দিকি লিংকন বলেন, ক্ষতস্থানের অনেক গভীরে কাঁচের টুকরো থাকায় দেখা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কষ্টের জয়ে টেবিলের তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

সকালের নাস্তার জন্য সেরা ১০টি স্বাস্থ্যকর খাবার

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

"রায় মেডিক্যাল সলিউশন" এর মোহনগঞ্জ শাখা অফিস উদ্বোধন

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম