ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:  লিওনেল মেসিকে সাথে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এসময় খেলবে চার ম্যাচ। 

অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে।

এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। অ্যাঙ্গোলা থেকে লিওনেল স্কালোনির দল যাবে কাতারে। 

পাঁচ ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। 

গত মার্চে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। বাছাইপর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চার ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

আরও পড়ুন

সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগেআর্জেন্টিনার আর খেলা নেই। ২০২৬ বিশ্বকাপ শুরু সেই বছরের জুনে। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ।

এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের এফএএফ সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস।

নভেম্বরে অ্যাঙ্গোলা থেকে কাতারে যাবে আর্জেন্টিনা। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে অক্টোবরে চীন সফরে খেলবে দুটি ম্যাচ।

এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। এ নিয়ে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য: জামায়াত আমির

বাসর রাতেই স্বামীর মৃত্যু

‘আমি উটের দুধের চা খাই।’- মিষ্টি জান্নাত

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ