দিনাজপুরের বিরলে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই নারী উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা কালিতলা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের স্ত্রী ইয়াসমিন (২৮)।
জানা গেছে, আজ শনিবার ১২ এপ্রিল) বিকেলে ডিএনসি’র উপ-পরিদর্শক মতিয়ার রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বসতবাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করে। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল মালেক পলাতক ছিল। আটককৃত ১৫০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা দেখানো হয়েছে।
আরও পড়ুনআসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় দিনাজপুর বিরল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
মন্তব্য করুন