ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, উদীয়মান মিরাজ

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, উদীয়মান মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন চাঁপাই-এক্সপ্রেস খ্যাত টাইগার পেসার নাহিদ রানা। আর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। 

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’- এ অনুষ্ঠিত আয়োজনে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে নাহিদ রানার হাতে। তার হাতে পুরস্কারের ট্রফি ও চেক তুলে দেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় রানা জানান, পুরস্কারের আসায় ক্রিকেটের বাইশগজে খেলেন না তিনি। বলেন, ‘পুরস্কার না, আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কীভাবে ভালো করা যায়। ‘লক্ষ্য একটাই, ভালো কিছু করে দেশকে একটা ট্রফি এনে দেওয়া। এটা যদি করতে পারি, এরচেয়ে ভালো কিছু হবে না। নিজেও দেশের জন্য সবসময় ভালো খেলতে চাই। এটাই আসলে চাওয়া।’

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলবেন নাহিদ। এরপর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন এই তরুণ তুর্কি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও এনওসি (অনাপত্তিপত্র) পাননি নাহিদ। তবে সিলেট টেস্টের পর বোর্ড এনওসি দেবে বলে নিশ্চিত করেছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন,‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’

আরও পড়ুন

ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। ১৯৬৪ সাল থেকে সংস্থাটি ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৪ সালের এই পুরস্কার প্রদান করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আজ শেষ হচ্ছে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে  স্টার্টআপ পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি হতে ৬০০ কোটিতে উন্নীত

এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর