ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গার আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রীরা।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় থেকে বের হয়ে আলুকদিয়া বাজারে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি নানা অজুহাতে ছাত্রীদের, বিশেষ করে সুন্দরী মেয়েদের অফিসকক্ষে ডেকে অকারণে কথা বলেন। বাজে ইঙ্গিত দেন। এছাড়া বিদ্যালয়ের  শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা হয়। এর আগে ফয়সাল নামে স্থানীয় এক কোচিং শিক্ষকের কাছে প্রশ্নপত্র বিক্রি করতেন। বর্তমানে প্রধান শিক্ষক নিজেই স্কুলে কোচিং করান এবং মাসে ৪০০ টাকা ফি নেন। তাছাড়া নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি আইডি কার্ড তৈরির নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া হলেও নিম্নমানের কার্ড সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান বলেন, ছাত্রীরা যেসব অভিযোগ করেছে তার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। মূলত ভুল বোঝাবুঝির কারণেই তারা আন্দোলনে নেমেছে।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। শুধু সরকার নির্ধারিত ফি নেওয়া হয়। আসলে ছাত্রীরা দুপুর ১টা পর্যন্ত ক্লাস করতে চায়, কিন্তু আমি ৪টা পর্যন্ত ক্লাস চালুর পক্ষে। এ কারণেই তারা আন্দোলনে নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত চার কয়েদির বিরুদ্ধে চার্জশিট

গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে : ভিপি সাইফুল

রংপুর অঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকটের আশঙ্কা

ছবি মুক্তির আগেই আইনি জটে শাহরুখ কন্যা সুহানা

কক্সবাজারে পুলিশের ওপর হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা