ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান

আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। বিষয়টা পাকিস্তানের জন্য যেন এক অশনিসংকেত হয়েই এলো বৈকি!

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৬৯ রান। ইব্রাহিম জাদরান খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস। সেদিকুল্লাহ আতাল করেন ঝোড়ো ৬৪ রান। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ তার ক্যারিয়ারের সেরা বোলিং করে ৪ উইকেট নেন ২৭ রানে। এরপরও অবশ্য আফগানদের তেমন আটকাতে পারেনি পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়তে পারেনি বড় জুটি। শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামা ফখর জামান ১৮ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তাকে আউট করেন মোহাম্মদ নবী। নবী আরও এক উইকেট নেন মোহাম্মদ হারিসকে আউট করে। তিনি ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

পাকিস্তানের ইনিংসে শেষ দিকে হারিস রউফ ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। তবে তাতেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। পুরো ইনিংসে পাকিস্তান থামে ৯ উইকেটে ১৫১ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান, ফজলহক ফারুকি ও নূর আহমদ প্রত্যেকে নেন দুইটি করে উইকেট। এ ম্যাচের আগে মাঠে নামার আগে আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আফগানিস্তানের ভূমিকম্পে ও পাকিস্তানের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই মুহূর্তটি পালিত হয়।

আরও পড়ুন

এই হারের পরও ত্রিদেশীয় সিরিজে দু’তৃতীয়াংশ খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আফগানিস্তান। বুধবার বিশ্রামের পর বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে এখনো জয়ের দেখা না পাওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে স্ত্রী'র সংবাদ সম্মেলন

পিকআপ থেকে টিকটক তারকাসহ চারজনের মরদেহ উদ্ধার

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

গাজার ইস্যুতে ইউরোপের প্রতিক্রিয়া ‘ব্যর্থতা’ : স্পেনের প্রধানমন্ত্রী