ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক

ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। তবে পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে মেয়েদের বিশ্বকাপটি স্থগিত হয়। বিকল্প ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রথম পছন্দ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই ঢাকায় হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ। 

আয়োজক হওয়ার সম্ভাবনার কথা গতকাল গণমাধ্যমের কাছে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা একটা চিঠি পেয়েছি। তারা আমাদের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারের কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছি। সরকার থেকে সবুজ সংকেত পেলেই মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজন করব আমরা।’

আরও পড়ুন

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ‘আমাদের কাছে যে আবেদন করেছিল, সেটি আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।’ মেয়েদের কাবাডির এই বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণ করার কথা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শেষ হচ্ছে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে  স্টার্টআপ পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি হতে ৬০০ কোটিতে উন্নীত

এনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক