বাংলাওয়াশের লক্ষ্যে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আর ছয়দিন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সারল বেশ ভালোভাবেই। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে আগেই। আজ শেষ ম্যাচে লাল-সবুজের দল মাঠে নামবে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে এ ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। লিটন দাসের দল তাই আজ আগে ব্যাট করবে।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ মাঠে নামছে এশিয়া কাপের আগে নিজেদের ক্রিকেটারদের পরখ করে দেখতে। তাই একাদশেও আজ ৫ পরিবর্তন। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম আজ নামবেন মাঠে। তাই থাকছেন না তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিডামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), শরিজ আহমাদ, নোহা ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।
আরও পড়ুনবাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
মন্তব্য করুন