ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক রানার্সআপ মোহামেডান

চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক রানার্সআপ মোহামেডান

স্পোর্টস ডেস্ক: আগেই নির্ধারণ হয়েগিয়েছিল শিরোপা উঠছে নিগার সুলতানা জ্যোতির দল শেলটেকের ঘরে।  বাকি ছিল কেবল রানার্স-আপ দলের ফয়সালা। গুরুত্বপূর্ণ ম্যাচে পাত্তাই পেল না আবাহনী লিমিটেড। বড় জয়ে দ্বিতীয় হয়ে ঢাকা নারী প্রিমিয়ার লিগ শেষ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো নবাগত শেলটেক ক্রিকেট অ্যাকাডেমি। 

বসুন্ধরা স্পোর্টস ক্লাব মাঠে বিকেএসপিকে ৮ উইকেটে হারায় শেলটেক। ১৭৮ রানের লক্ষ্য ১০৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে নিগার সুলতানা জ্যোতির দল। টস জিতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বিকেএসপি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় তারা। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন সাদিয়া আক্তার। ৩১ রানে অপরাজিত থাকেন ফাহমিদা ছোঁয়া।

শেলটেকের পক্ষে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। শেষ ম্যাচে জান্নাতুল ফেরদৌস সুমনার শিকার ১ উইকেট। সব মিলিয়ে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে তিনিই এবারের সর্বোচ্চ উইকেটশিকারি।

রান তাড়ায় পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন ২৭ রান করা ইশমা তানজিম। শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫৮ রান। তিন নম্বরে নামা সুমাইয়া আউট হন ৩৩ রানে। পরে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন শারমিন ও নিগার। ৮ চারে ৮৫ বলে ৭১ রান করেন শারমিন। নিগারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৩ রান।

আরও পড়ুন

ইউল্যাব ক্রিকেট মাঠে নিজেরা ২৪৩ রান করে আবাহনীকে ১২৫ রানেই গুটিয়ে ফেলে আগের বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ৮ ম্যাচে এটি সপ্তম জয় তাদের। শুধু শেলটেকের বিপক্ষে হেরেছে তারা। ৪ জয় নিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করল গতবারের রানার্স-আপ আবাহনী।

মোহামেডানের হয়ে ২১ রানে ৫ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার সালমা খাতুন। ৮ ম্যাচে লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট হলো তার। ৮ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৩ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন গুলশান ইয়ুথ ক্লাবের রিতু মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার