ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের মাইনর লীগে খেলবেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের দরজা রুদ্ধ থাকলেও থেমে নেই সাকিব আল হাসানের খেলা। বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার সম্প্রতি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন তিনি।
 
আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আজ দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তাদের হয়ে খেলার তথ্য নিশ্চিত করেছেন সাকিব। এই দলের সঙ্গে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
 
সাকিব বলেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে খেলব। আরো আনন্দের খবর হচ্ছে, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর। আমি ফোবানার সফলতা কামনা করি। আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।'
 
 
অবশ্য এর আগেই সাকিবকে দলে ভেড়ানোর খবর দিয়েছিল আটলান্টা। তখন নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছিল, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন।’
 
 
‘ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’
 
 
২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০২১ সালে এই টুর্নামেন্ট চালু হয়। এটি মূলত দেশটির মূল ক্রিকেট টুর্নামেন্ট তথা মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন 

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের  দায়ে ২টি রেস্তোরাঁর অর্থদন্ড