চট্টগ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।
আজ বুধবার (৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩৫)।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।
তিনি বলেন, মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন