পর্তুগালের হয়ে জুনিয়র ক্রিস্টিয়ানোর অভিষেক

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের জার্সিতে অভিষেক হয়ে গেছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। মঙ্গলবার জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে তার অভিষেকে ৪-১ গোলে জিতেছে পর্তুগালের বয়সভিত্তিক দল। তবে ক্রিস্টিয়ানো জুনিয়র কোন গোল করতে পারেনি।ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের অভিষেক ম্যাচে আলো কেড়েছে রদ্রিগো কাবরাল। সে ম্যাচের ৪৯ মিনিটে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেয়। ৭৩ মিনিটে ৪-০ গোলের লিড নেয় পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। ৮২ মিনিটে জাপানের কিশোররা এক গোল শোধ করে।
বিশ্ব ফুটবলে নাম্বার সেভেন জার্সিকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার মতো ক্রিস্টিয়ানো জুনিয়রও একাডেমিতে নাম্বার সেভেন পরে। দেশের হয়ে অভিষেকেও সাত নম্বার জার্সি পরার সুযোগ পায় সে। তবে শুরুর একাদশে জায়গা হয়নি তার। বদলি হয়ে ৫৩ মিনিটে মাঠে নামে। ছেলের অভিষেক অবশ্য মাঠে থাকা হয়নি রোনালদোর। তবে ক্রিস্টিয়ানো জুনিয়রের দাদি অর্থাৎ রোনালদোর মা মারিয়া দোলোরেস মাঠে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স ১৪ বছর। আল নাসরের একাডেমিতে খেলে সে। বয়সের তুলনায় দারুণ উচ্চতা তার। ফিটনেসও চোখে পড়ার মতো। খেলে ফরোয়ার্ড লাইনে। রোনালদো জুনিয়রের স্পেন, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে। তবে সে পর্তুগালকে বেছে নিয়েছে।
মন্তব্য করুন