ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ইন্টারকে বিদায় করে শেষ আটে ব্রাজিলের ফ্লুমিনেন্স

ইন্টারকে বিদায় করে শেষ আটে ব্রাজিলের ফ্লুমিনেন্স, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলের চার ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করেছিল। এর মধ্যে দুই ক্লাব কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। পালমেইরাসের পর সোমবার রাতে শেষ আটে উঠেছে ফ্লুমিনেন্স। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে রেনাতো গাউচের দল। 

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নেয় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ৩ মিনিটে জালে বল পাঠান ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হার্মান কানো। ওই গোল শোধে মরিয়া ছিল ইন্টার মিলান। বলের দখলের সঙ্গে ভালো কিছু সুযোগও তৈরি করেছিল। গোল শোধ করতে পারেনি বরং যোগ করা সময়ে হারকিউলেসের গোলে হারের ব্যবধান বড় হয় তাদের। ম্যাচের শুরুতে লিড নেওয়ার পরও ফ্লুমিনেন্স ম্যাচের প্রথমার্ধে আক্রমণ তুলেই খেলতে থাকে। গোল হওয়ার মতো আরও একটি দারুণ সুযোগ তৈরি করেও তা হারান কলম্বিয়ান ফরোয়ার্ড জোহান আরিয়াস। দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্স রক্ষণে মনোযোগ বাড়ায়। সুযোগ নিয়ে ইন্টার মিলানও গোল শোধের সুযোগ তৈরি করে। তারা ম্যাচে ১৬টি আক্রমণে তোলে। মাত্র ৩২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্সও অবশ্য ১১টি আক্রমণ তুলে চাপে রেখেছিল ইন্টার মিলানকে। গোলের লক্ষ্যে দুই দল সমান চারটি করে শট নিতে পেরেছিল। 

আরও পড়ুন

এর আগে ব্রাজিলের দুই ক্লাব বোটাফোগো ও পালমেইরাস নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পালমেইরাস। ব্রাজিলের ক্লাবগুলোর মধ্যে সেরা ফুটবল উপহার দিচ্ছিল ফ্লামেঙ্গো। শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে মন জয় করা ফুটবল খেলেও ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

সৌদি আরবে আজীবন থাকতে চান রোনালদো

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?