ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে কোনো হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত ‘বম্ব গাইডেন্স কিট’ও আছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রচুর গোলাবারুদ ব্যবহার করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘(প্রস্তাবিত) এ বিক্রি ইসরায়েলকে এখনকার ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরও ভালোভাবে রক্ষা করতে পারবে।’

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নির্দেশ দেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে, তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। আর ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস এখনো অনুমতি দেয়নি। গত ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। আর ইরান বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বেসামরিক। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মনে করে, ইরান আসলে পারমাণবিক অস্ত্র বানাতে চায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ বিদেশে গাইবেন বাপ্পা মজুমদার

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারির ৩ মাসের কারাদন্ড

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ঝিনাইদহে ৫ বাংলাদেশি আটক

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা