পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি : শর্ত ভেঙে পঞ্চগড়ের করতোয়া নদীর ব্রিজ সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুধীর সাহা ও সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়।
এসময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সত্যতা পাওয়ায় ব্যাবসায়ী আলম ইসলামকে (২৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আলম ইসলাম পৌর খালপাড়া এলাকার ওসমান আলীর ছেলে।
পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই করতোয়া নদীর করতোয়া ব্রিজ সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে শর্ত ভেঙে বালু পাথর উত্তোলন করা হচ্ছে।
আরও পড়ুনএরই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়। এসময় তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন