বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন শুরু। আগামীকাল বুধবার (২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। এর আগে, সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা।
অপরদিকে, এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়া, আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া— সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি। আজ ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-০ ব্যবধানে জেতা সেই সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন। তাদের জায়গায় ঢুকেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।
আরও পড়ুনওয়ানডে সিরিজটির জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরাজের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন দুই বছর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম।
কলম্বোয় ২ জুলাই সিরিজ শুরুর পর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।
মন্তব্য করুন