কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই ভাই হলো-ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২)। তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য লোকমান হাকিম।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, গত ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকে। শনিবার বেলা ৩টার দিকে তাদের সহপাঠী রাফি ইসলামসহ (১৩) ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে।
আরও পড়ুনএসময় রাফি তীরে উঠতে পারলেও তারা দুই ভাই নদে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের খোঁজ মেলেনি। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন দিয়ে খোঁজাখুঁজি চলছে, এখনো তাদের দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। ডুবরি আনার ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করুন