ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় মাহমুদ হাসান মিলন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছ পুলিশ। মাহমুদুল হাসান মিলন উপজেলার ধামচামা গ্রামের ইছাহাক আলী আকন্দের ছেলে। সে নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গতকাল সোমবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।  

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়।

তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। মাহমুদুল হাসান মিলন ওই মামলার অজ্ঞাতনামা আসামি।  

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?

একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

ফেলে দেওয়া আমের আঁটি-খোসায় রূপচর্চা

পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ