ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়ায় টিসিবি কার্ডেও সয়াবিন তেল পাননি কার্ডধারীরা, বাজারে সংকট

বগুড়ায় টিসিবি কার্ডেও সয়াবিন তেল পাননি কার্ডধারীরা, বাজারে সংকট, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ার বাজারে বোতলজাত সয়াবিন তেল না মেলায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। প্রায় এক মাস ধরে এমন সংকট তৈরি হয়েছে বগুড়া শহরের সব বাজারেই। বাজারে হাতে গোনা দু’একটি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল মিলছে না। এক লিটার বোতলজাত তেলের মূল্য ১৬৭ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮৫-১৯০ টাকা বিক্রি হচ্ছে, যা স্থানভেদে ২শ’ টাকা করেও নেয়া হচ্ছে।

এরই মাঝে বগুড়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের মাঝে গত নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। এ জেলায় ১ লাখ ৬৩ হাজার ফ্যামিলি কার্ডধারীর জন্য প্রতিমাসে ১৬৩ মেট্রিকটন মসুরের ডাল, ৩ লাখ ২৬ হাজার ৩৯৬ লিটার সয়াবিন তেলসহ প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নভেম্বর মাসের টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমে বগুড়ায় সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম, যা বিতরণ করা হয়েছে অক্টোবর মাসে যারা তেল পাননি তাদের। বাজারে সংকটের পাশাপাশি টিসিবিতেও সয়াবিন তেল না মেলায় নিম্ন ও মধ্য আয়ের এসব পরিবার সমস্যায় পড়েছেন।

ফ্যামিলি কার্ডধারীরা জানান, টিসিবি’র পণ্যের মধ্যে সবচেয়ে দরকারি ও সাশ্রয়ী পণ্য হলো সয়াবিন তেল। অন্যান্য পণ্যের সাথে ১শ’ টাকা লিটারের দুই লিটার তেল তাদের মতো পরিবারের জন্য বেশ উপকার দেয়। তারা আরও বলছেন, তাদের বেশিরভাগ মানুষই বাজার থেকে পাঁচ লিটার তেল একসাথে কিনতে পারেন না।

আরও পড়ুন

আধালিটার বা এক লিটার তেল কিনেই তারা প্রয়োজন মেটান। কিন্তু গত প্রায় এক মাস ধরে বাজারে এই পরিমাণের বোতলজাত তেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। খোলা তেল পাওয়া গেলেও তার দাম বেশ চড়া। আর এমন সংকটের এই মুহূর্তে টিসিবি’র তেল না পেয়ে তারা হতাশ।

জানতে চাইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক সাদ্দাম হোসেন বলেন, বগুড়ায় গত নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের জন্য চাহিদার বিপরীতে সয়াবিতন তেল পাওয়া গেছে ১ লাখ ৩ হাজার ৩১৬ লিটার।

এই তেল অন্যান্য পণ্যের সাথে শেরপুর, সারিয়াকান্দি, দুপচাঁচিয়া ও বগুড়া সদরের (দ্বিতীয় পর্ব) যেসব ফ্যামিলি কার্ডধারী অক্টোবর মাসের তেল পাননি তাদের দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সয়াবিন তেলের সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। ডিসেম্বর মাসে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরুর আগেই সয়াবিন তেলের সংকট কেটে যাবে, তখন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে চাহিদা অনুযায়ি তেল সরবরাহ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল

নিবন্ধন ইস্যুতে জামায়াতের আপিল শুনানি চলতি সপ্তাহেই

গাজায় ক্ষুধায় ৫৭ ফিলিস্তিনির মৃত্যু, অধিকাংশই শিশু ও বৃদ্ধ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা