ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়া উপজেলার সোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান। 

নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে। তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলা সংলগ্ন সোনার পাড়ায় অন্যদের সঙ্গে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। একপর্যায়ে কক্সবাজার থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার পর মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপস্থিত অন্য সহকর্মীরা সুজা মিয়াকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, মোটর সাইকেলের ধাক্কায় সুজা মিয়া তাঁর কোমর, অন্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ