ভিডিও

রুমায় অস্ত্রসহ কেএনএফ’র ৯ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৮:৪৪ রাত
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ১১:২৯ রাত
আমাদেরকে ফলো করুন

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ’র ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে আজ বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ’র ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি জানান, এখনো অভিযান চলমান আছে। কোনো অপরাধীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। থানায় আনার পর এ বিষয়ে আমরা জানাতে পারব।

এদিকে বান্দরবানে সাম্প্রতিক অভিযান ও পরিস্থিতি সম্পর্কে আগামীকাল বিকেল ৩টায় জেলার সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিং করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS