রাজের ‘এটা আমাদেরই গল্প’তে ইরফান, পায়েল, বাসার
_original_1759836629.jpg)
অভি মঈনুদ্দীন ঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের একজন প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা। বিশেষত তার গল্পে নির্মিত নাটকগুলোতে পারিবারিক জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠে। রাজ বহু পারিবারিক গল্পের নাটক নির্মাণ করেছেন। আবার রোমান্টিক গল্পের নাটক নির্মাণেও তিনি অনবদ্য। তার নাটকে অভিনয় করার জন্য এই প্রজন্মের শিল্পীরা স্বপ্নও দেখেন। কারণ তার নির্মিত প্রতিটি নাটকই প্রচারের পর চলে আসে আলোচনায়।
এরইমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন, নাটকের রচয়িতাও তিনি। চ্যানেল আই ও রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারের জন্য ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি ।
রাজের ভাষ্যমতে ধারাবাহিকটি যথাযথভাবে নির্মাণের জন্য তিনি শুটিং হাউজে সেট ডিজাইনে বেশ কয়েক লাখ টাকাও খরচ করেছেন যা এই সময়ে এসে বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণের ক্ষেত্রে বিরলই বলা চলে। রাজ বলেন,‘ এটা আমাদেরই গল্প একেবারেই পারিবারিক গল্পের নাটক। এর আগেও আমি পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলাম। এবারের প্রত্যাশা আরো বেশি। আমার বিশ্বাস নতুন এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে থাকবে। এটা প্রায়ই শোনা যায় যে বিভিন্ন দেশের সিরিজ দেখেন আমাদের দেশের দর্শকেরা। তারাই ভীষণ ভালোলাগা নিয়ে -এটা আমাদেরই গল্প দেখবেন এটা আমার বিশ্বাস।’
এই নাটকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। তারা তিজনজন এবারই প্রথম কোনো ধারাবাহিকে অভিনয় করছেন। আরো অভিনয় করছেন শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, সুনেরাহ’সহ আরো অনেকে। টানা বেশ কয়েকদিন ধরেই রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিং চলছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন,‘ রাজ ভীষণ গুনী একজন নির্মাতা। বিশেষত পারিবারিক গল্পের নাটক নির্মাণের তিনি অনবদ্য। এটা আমাদেরই গল্প এদেশের প্রতিটি পরিবারের প্রিয় নাটক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। কারণ একটি ভালো গল্পের কাজ করলে শিল্পীদের মধ্যেও এক ধরনের প্রত্যাশার সৃষ্টি হয়। রাজ ভাইয়ের এই নাটককে ঘিরে তাই হয়েছে।’
আরও পড়ুনকেয়া পায়েল বলেন,‘ রাজ ভাইয়ের নির্দেশনায় বেশকিছু একক নাটকে আমার কাজ করা হয়েছে। সবগুলো নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। এটা আমাদেরই গল্প নাটকটি নির্মাণে তিনি ভীষণ শ্রম দিচ্ছেন। এই নাটক দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, গল্পের কারণেই।’
খায়রুল বাসার বলেন,‘ পারিবারিক এই গল্পে আমি যাদের সঙ্গে অভিনয় করছি তারা প্রত্যেকেই আমার ভীষণ পছন্দের, যে কারণে আমার ভীষণ ভালোলাগছে। আমি শুনতাম যে ধারাবাহিক নাটক নির্মাণে খুউব অযত্ন হয়। কিন্তু রাজ ভাইয়ের এই নাটকে কাজ করতে এসে দেখলাম যে বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশে ভীষণ যত্ন নিয়ে কাজ হচ্ছে।’ ৫২ পর্বের লক্ষ্যে নির্মাণ চলতি এই ধারাবাহিকটি আগামী ২ নভেম্বর থেকে প্রচারে আসবে বলে জানালেন রাজ।
মন্তব্য করুন