ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তার নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার বাসিন্দা। নয়নের বাবা মো. সালাম ও মাতা আয়েশা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নয়নের দুটি স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তে দেখা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

অভিনয়ে আলোচনায় ময়মনসিংহের সোহাগ

স্পিড রোলার স্কেটিং প্রতিযোাগতায় চীন গেলেন বগুড়ার স্কেটার পৃথিবী

প্রতিবন্ধীদের ঘরে বসে ভোটের প্রস্তাব যুক্তিসঙ্গত : ইসি সানাউল্লাহ

কক্সবাজারে অবৈধভাবে ভাড়া বাসায় ১৩ জন রোহিঙ্গার বসবাস, আটক ১৫

পাবনার চাটমোহরে সড়কের বেহাল দশা