ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

প্রতিবন্ধীদের ঘরে বসে ভোটের প্রস্তাব যুক্তিসঙ্গত : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.) প্রতিবন্ধী ভোটারদের জন্য এক যুগান্তকারী প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবটি খুবই যুক্তিসঙ্গত। এটি কার্যকর হলে সমাজের একটি বড় অংশ সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নারী প্রতিনিধিদের সাথে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
নারী প্রতিনিধিত্ব ও রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো যদি ২০৩০ সালের পর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না। তিনি প্রস্তাব করেন যে, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের পুনরায় নিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় পাস করালে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আরও সচেতন হবে।

প্রবাসীদের ভোটাধিকার ও পর্যবেক্ষক সংস্থার ভূমিকার বিষয়ে তিনি বলেন, প্রবাসী ভোটের সংখ্যা খুব বেশি না হলেও প্রক্রিয়াটি শুরু হবে, সেটিই জরুরি। এটি দেশের বাইরের নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির প্রথম ধাপ।

 

এছাড়া পর্যবেক্ষক সংস্থা নিয়েও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার জানান, অনেক পর্যবেক্ষক সংস্থা যোগ্য হলেও তারা আগের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেনি, তাই তাদের এবার পর্যবেক্ষক হিসেবে রাখা যায়নি। নির্বাচন কমিশনের (ইসি) সীমাবদ্ধতা গত তিনটি নির্বাচন থেকে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

গুজব ও অপতথ্য (ডিসইনফরমেশন, মিসইনফরমেশন) মোকাবিলার কৌশল নিয়ে নির্বাচন কমিশনার বলেন, গুজবের ক্ষেত্রে অর্ধেকের মতো সোর্স ট্রেস করা যায় না। অনেক সোর্স দেশের বাইরে, তাদের আইনের আওতায় আনা যায় না। তবে তথ্যের প্রবাহে লাগাম টানবে না ইসি। বরং, সঠিক ইনফরমেশন দিয়ে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনকে মোকাবিলা করা হবে।

তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, রোমানিয়ার মতো দেশও অপতথ্য ঠেকাতে পারেনি, তাদের পুরো নির্বাচনে এর প্রভাব পড়েছিল। তিনি আরও স্বীকার করেন যে এআই-এর বিরুদ্ধে কোনো কমিশনই এখন পর্যন্ত ‘আপ টু দ্য মার্ক’ হতে পারেনি। কিছু সীমাবদ্ধতা নিয়েই ইসিকে কাজ করতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার

রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান না করে ফিরে গেলেন ডা. শামসুন্নাহার

নাটোরের চলনবিলে ব্রিধান-৭৫ আবাদে কৃষকের মাথায় হাত

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

পাবনা চাটমোহরের ইউএনও আরও দুইটি সোঁতিবাঁধ অপসারণ করলেন