ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে সদর থানা এলাকায় বহুল আলোচিত ডাকাতির মামলার সন্দিগ্ধ ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২ সূত্রে প্রকাশ, গত শুক্রবার সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে সাথে থাকা মালামাল লুটপাট করে। এ ঘটনায় গত রোববার সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, এর দিকনির্দেশনায় গতকাল সোমবার বিকেলে ২টি পৃথক অভিযান চালায়। এসময় সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা হতে ২ জন সন্দিগ্ধ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা উভয়েই হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

আরও পড়ুন

আটককৃত বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা (২৯) এর নামে ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার সদর কোম্পানি দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে দুই শতাধিক পরিবার

রংপুরের মিঠাপুকুরে স্টাফদের তোপের মুখে যোগদান না করে ফিরে গেলেন ডা. শামসুন্নাহার

নাটোরের চলনবিলে ব্রিধান-৭৫ আবাদে কৃষকের মাথায় হাত

বগুড়ার দুপচাঁচিয়া প্রাণিসম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ শূন্য : কার্যক্রম ব্যাহত

সিরাজগঞ্জে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

পাবনা চাটমোহরের ইউএনও আরও দুইটি সোঁতিবাঁধ অপসারণ করলেন