ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম

সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: আজই নতুন সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতে নিজেদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে এনএসসি। এই চিঠি পাওয়ার পর রাতেই ‘রিকুইজিশন’ বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকরা।

আওয়ামী লীগ সরকার পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাসের মাথায় গতকাল রাতে সবেক এই অধিনায়কের পরিচালক পদ খারিজ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্বাভাবিকভাবে সভাপতির দায়িত্বে আর নেই তিনি। 


তাঁদের একজন আজ বললেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকুইজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল) কাউন্সিলরশিপের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ বিকেলে আমিনুল বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বলেও নিশ্চিত করেন সিনিয়র এই বোর্ড পরিচালক, ‘ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ায় এখন আমাদের বিসিবি সভাপতির পদ শূন্য, কোনো সভাপতি নেই। সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। এ জন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি (নাজমুল আবেদীন)। এই বৈঠকে বুলবুলকে আমরা পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছি।


এদিকে সদ্য সাবেক সভাপতি ফারুক পদ হারিয়ে আইসিসিতে নালিশ করেছেন। এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও গুঞ্জন পরীমনিকে নিয়ে!

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন

তিন দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

গাজায় অনাহারে পাঁচজনসহ আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা 

এশিয়া কাপের প্রস্তুতি নয়, ডাচদের নিয়ে মনোযোগী সিমন্স

নুরের ওপর হামলা, সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ : অ্যাটর্নি জেনারেল