ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনার কবলে বিজয় 

সড়ক দুর্ঘটনার কবলে বিজয়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জোগুলাম্বা গাড়ওয়ালা জেলার উন্ডাভালিতে এ দুর্ঘটনা ঘটে। এতে করে বিজয়ের গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। 

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন। কিন্তু তিনি কোনো আঘাত পাননি। একটি বোলেরিও গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে, যার ফলে অভিনেতার গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ নায়ক বলেন, সব কিছু ঠিকঠাক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি ওয়ার্কআউট করতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরেছি। মাথাটা একটু ব্যথা করছে। কিন্তু এটুকু সেরে ওঠার জন্য বিরিয়ানি আর ঘুমই যথেষ্ট। আপনাদের সবার প্রতি ভালোবাসা। এ খবর দেখে কেউ দুশ্চিন্তা করবেন না।

আরও পড়ুন

এ বিষয়ে পুলিশ বলেন, অভিনেতা বিজয় দেবরাকোন্ডা বিকেল ৩টা নাগাদ পুটাপার্থি থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন, তখন সামনে থাকা একটি বোলেরিও গাড়ি হঠাৎ ডানে ঘুরে যায়, ফলে তার গাড়ি বোলেরিও গাড়ির বাঁ দিকে ধাক্কা খায়। বিজয় ও আরো দুজন গাড়িতে ছিলেন। সৌভাগ্যবশত, কেউ আহত হননি। এ ঘটনার পরই বিজয় অন্য একটি গাড়িতে উঠে পড়েন। বীমার প্রয়োজনে বিজয়ের টিম পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন।

কয়েক দিন আগে দীর্ঘ দিনের প্রেমিকা রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন বিজয় দেবরকোন্ডা। এরই মধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন এই তারকা অভিনেতা। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা। খবর : ইন্ডিয়া টুডে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিমুল হত্য মামলায় সাবেক কাউন্সিলর মতিন রিমান্ডে

যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গাঁজাসহ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

নারায়ণগঞ্জে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু