ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

শর্তসাপেক্ষে ৪৮ এজেন্সি পেল হজ কার্যক্রমের অনুমতি

২০২৬ সালের হজ মৌসুমে অংশগ্রহণের জন্য ষষ্ঠ ধাপে দেশের ৪৮টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত এসব এজেন্সিকে নির্ধারিত শর্ত কঠোরভাবে পালন করতে হবে। কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এজেন্সির লাইসেন্স বাতিলও করা হতে পারে।

প্রত্যেক এজেন্সিকে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত কোটার আওতায় নির্দিষ্টসংখ্যক হজযাত্রী পাঠাতে হবে। এ ছাড়া প্রত্যেক ৪৬ জন হজযাত্রীর জন্য একজন করে আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শর্তে আরও বলা হয়েছে, হজযাত্রীর সঙ্গে মক্কা ও মদিনায় প্রদেয় সেবা সংক্রান্ত একটি লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, কোন প্রতিষ্ঠান কী ধরনের সেবা দেবে, এবং তার দায়-দায়িত্ব কী হবে।

ধর্ম মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো অনিবন্ধিত ব্যক্তিকে হজে নেওয়া যাবে না। কেউ যদি এমন চেষ্টা করে, তাহলে কোনো রকম নোটিশ ছাড়াই সেই এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

তালিকা প্রকাশের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কিংবা তাদের যোগ্যতা ঘাটতি ধরা পড়লে, সেক্ষেত্রেও সরাসরি নাম বাতিল করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব এজেন্সির লাইসেন্স আগামী বছরের সেপ্টেম্বরের আগে মেয়াদোত্তীর্ণ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হবে। তা না হলে, এমনকি নবায়ন না করলে সংশ্লিষ্ট এজেন্সিকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২০২৬ সালের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ৫টি ধাপে মোট ৭০২টি হজ এজেন্সিকে অনুমোদনের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। ষষ্ঠ ধাপে আরও ৪৮টি এজেন্সি যোগ হলো। তবে এবারই প্রথম এজেন্সিগুলোকে এমন স্পষ্ট ও কঠোর শর্তের আওতায় আনল ধর্ম মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের গোয়েন লুইসের বিদায়ী সাক্ষাৎ

বগুড়ার সোনাতলায় প্রাথমিকের ৯৯টি শিক্ষকের পদ শূন্য

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না: চরমোনাই পীর

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি