ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে যাচ্ছে। এতে করে যেকোন সময় পথচারীসহ শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলা সদর থেকে ৬-৭ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নে অবস্থিত শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয় ও শিচারপাড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কটি গত কয়েক দিনের বৃষ্টিতে ধসে গেছে। এতে করে এলাকাবাসীসহ শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি ওই পথ দিয়ে দিনের বেলায় কোনরকমে চলাচল করা গেলেও রাতে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ বিষয়ে শিচারপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম মুকুল বলেন, আমাদের এলাকাটি শিক্ষাদীক্ষা, ব্যবসা-বাণিজ্যে এগিয়ে রয়েছে, তবে যাতায়াতের একমাত্র রাস্তাটি ধসে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের টনক নড়েনি। 
এ বিষয়ে শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, এখানে পাশাপাশি দু’টি প্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত তাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয়সংলগ্ন সড়কটি সংস্কার করা জরুরি। এছাড়া যেকোন সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, দু’টি প্রতিষ্ঠানসংলগ্ন সড়কটি জোড়গাছা ইউনিয়ন থেকে বালুয়া ইউনিয়নে অতিক্রম করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। দুই ইউনিয়নবাসীর যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

আরও পড়ুন

এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সম্প্রতি উপজেলার বেশকিছু জনগুরুত্বপূর্ণ রাস্তা ধসে গেছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বরাদ্দ এলেই টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে অবৈধভাবে ভাড়া বাসায় ১৩ জন রোহিঙ্গার বসবাস, আটক ১৫

পাবনার চাটমোহরে সড়কের বেহাল দশা

আবরার ফাহাদের শাহাদাত জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা

আড়াইহাজারে বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

এবার বিটিভি’র ‘সঙ্গীতা’র উপস্থাপনায় ইয়াসমিন লাবণ্য