আলোচনায় মেহজাবীন

বিনোদন ডেস্কঃ নাটক ও ও টিটিতে সুঅভিনেত্রী হিসেবে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন মেহজাবীন চৌধুরী। নাটকে যখন তিনি সর্বোচ্চ জনতিায়, ঠিক সেই সময়ে সিদ্ধান্ত নিয়ে কাজ একেবারে কমিয়ে দেন সেখানে। মনোযোগী হন ওটিটি ও সিনেমার কাজে। তারই ধারাবাহিকতায় ‘প্রিয় মালতী’ মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র হিসেবে। সেই ছবির মাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন।
এবার প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। প্রথমটির মতো এখানেও দারুণ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার এই ছবিটি মুক্তি পায় ২রা সেপ্টেম্বর। এ ছবিটি এরইমধ্যে মেহজাবীনের সহকর্মী ও দর্শকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। সিনিয়র শিল্পীরাও মেহজাবীনের অভিনয়ে মুগ্ধতা জানিয়েছেন। ‘সাবা’র গল্পে দেখা মেলে, বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মা’কে নিয়ে শুরু হয় সাবা’র জীবনসংগ্রাম। সাবা’র সেই সংগ্রামের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। ‘সাবা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পেয়েছে বাংলাদেশে। এটি মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। তবে, দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পায় আগে।
এরইমধ্যে ‘সাবা’র মাধ্যমে দারুণ আলোচনায় মেহজাবীন। হলে দর্শকরা বের হয়ে ছবিটি ও মেহজাবীনের প্রশংসা করছেন। প্রেক্ষাগৃহে ছবিটি দেখে এর প্রশংসা করেছেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, মনিরা মিঠু, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সুমাইয়া শিমু, নুসরাত ইমরোজ তিশা, আব্দুন নূর সজল, আশনা হাবিব ভাবনা প্রমুখ।
আরও পড়ুনমেহজাবীন জানান, দর্শক ও সহকর্মীদের এমন প্রশংসায় আমি বাকরুদ্ধ। কারণ এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি বলতে এ ধরনের বাস্তবমুখী চরিত্রেই সব সময় কাজ করতে চেয়েছি। ‘সাবা’র মাধ্যমে এমন সাড়া পাবোÑ কখনো ভাবিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
মন্তব্য করুন