এখনো আমার মা অপেক্ষা করে,কবে তার কোলে ফিরে যাবো : চঞ্চল চৌধুরী

ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।
পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।
এবার মা ও ছেলেকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার কথায়, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষা সফরে দেশের বাইরে গেছিলো। জন্মের পর থেকে এই প্রথম বাবা মাকে ছেড়ে একা একা বিদেশ বিভুঁইয়ে কাটিয়ে আসা দশটা দিন আমাদের কাছে দশ বছরের মত লাগছিলো।
গতকাল সে ফিরেছে, বাবা মায়ের বুকে পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যৎ এর মঙ্গলের জন্য ছেড়ে দেয়াটাই চিরন্তন। সেটা কখনো ঘরের বাইরে, কখনো দেশের বাইরে। বুকে কষ্টের পাথর চেপে,বাবা মা সব সময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে।
আরও পড়ুনমায়ের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘যেমন এখনো আমার মা অপেক্ষা করে,কবে তার কোলে ফিরে যাবো। দম বন্ধ করা ঢাকা শহরে সে থাকতে চায় না, জোর করে মাঝে মধ্যে কাছে এনে রাখি।
তার কথায়, ‘শুদ্ধ দেশের বাইরে থাকা অবস্থায় একদিন মাকে বললাম। “শুদ্ধ’র জন্য খারাপ লাগে,চিন্তা হয়…ও তো কখনো আমাদের ছেড়ে থাকেনি। ঠিক মত আমাদের কাছে যেন ফিরে আসে,তুমি আশীর্বাদ করো।
মায়ের উত্তর “এখন কেমন লাগে বাবা? তোমাদের ছেড়ে থাকতে আমার কেমন লাগে,তোমার বাবার কেমন লাগতো?” শেষে লিখেছেন, বাবা তিন বছর হয়ে গেলো আমাদের মাঝে নেই। আসলেই তো, বাবার কেমন লাগতো,আগে বোধ হয় ঠিকমত বুঝিনি,এখন বুঝি।
মন্তব্য করুন