ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি

বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সিঁদ কেটে আব্দুল জোব্বার (৬৫) ও আশরাফুল ইসলাম (৪২) নামের দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পোতাপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম ও তার চাচা আব্দুল জোব্বার একই বাড়িতে বসবাস করেন। তাদের গরুগুলো পাশাপাশি দুটি গোয়াল ঘরে রাখা ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে গোয়াল ঘরে গরু দেখে এসে ঘুমিয়ে পরেন তারা। এরপর ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই।

একটি সংঘবদ্ধ চোরের দল সিঁদ কেটে ভেতরে ঢুকে আব্দুল জোব্বারের তিনটি এবং আশরাফুল ইসলামের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পাঁচটি গরুর অনুমানিক বাজার মুল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন

কৃষক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত গরুগুলো গোয়ালে বেঁধে দরজায় তালা দিয়ে রাত একটার দিকে আবারও গরু দেখে ঘরে গিয়ে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে উঠে গিয়ে দেখি গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। অনেক খোঁজাখুঁজির পরও গরুগুলোর কোন সন্ধান মেলেনি। তিনি বলেন, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

এবিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, চুরির খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তিনি আরও বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা