লালমনিরহাটে তিস্তার পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি : উজানের ঢল আর ভারি বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। ফলে অববাহিকার তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, রোববার সকাল ৭ টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৭২
সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৪ টায় এই পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পায় অর্থ্যাৎ পানি এখন বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধি বর্তমানে অব্যাহত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উত্তরাঞ্চলের নদী অববাহিকাসমূহের বন্যা সম্পর্কিত বিশেষ বার্তায় সর্বশেষ জানানো হয়েছে, ৫ অক্টোবর সকাল ৯টা থেকে পরদিন ৬ অক্টোবর সকাল ৯টা অথবা সন্নিহিত সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ আগামী ১২ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাটসহ পাশাপাশি কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আরও পড়ুনএদিকে বন্যার শঙ্কায় চিন্তায় পড়েছেন নদীপাড়ের নিচু এলাকার কৃষক। বিশেষ করে যারা আগাম জাতের শীতকালীন সবজি আবাদ করেছেন তারা পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ার চিন্তায় পড়েছেন।
এব্যাপারে গতকাল রোববার বিকেলে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, তিস্তার উজানে ভারি বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আমাদের দেশের অংশেও অনবরত বৃষ্টি হচ্ছে। ফলে পানি বৃদ্ধি পেয়েছে এবং গতকাল রোববার রাতে আরও বাড়বে বলে ওই নির্বাহী প্রকৌশলী তার আশঙ্কার কথা জানান সাংবাদিকদের।
মন্তব্য করুন