মিঠাপুকুরে এসে জন্মনিবন্ধন সনদ নিয়ে গেল তিন রোহিঙ্গা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদ থেকে কয়েকজন রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উদ্যোক্তা রাসেল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসিল্যান্ড মুলতামিস বিল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকজন রোহিঙ্গা মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেন। এ কাজটি গোপন করা হলেও গোপন থাকেনি। ৩-৪ দিন আগে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার বিষয়টি জানাজানি হয়। জন্ম নিবন্ধন সনদ গ্রহণকারীদের মধ্যে ২ জন হলেন রহমত উল্লাহ ও মোসলেম উদ্দিন। তাদেরকে বালুয়ামাসিমপুর ইউনিয়নের উচা বালুয়া গ্রামের বাসিন্দা হিসেবে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান।
এ প্রসঙ্গে বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, তিনজন রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় উদ্যোক্তা রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা রংপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মুলতামিস বিল্লাহ গত শনিবার তদন্ত করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত রাসেল মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন