আত্রাইয়ে ডিবি পরিচয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার উপজেলার রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে।
গ্রামীণফোন আত্রাই উপজেলার ডিস্ট্রিবিউটর আব্দুল ওয়াদুদ খন জানান, তার দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের মতো রোববার মার্কেট থেকে টাকা উত্তোলন করে আত্রাই আসছিল। পথিমধ্যে রসুলপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের কাছে রক্ষিত মার্কেটিংয়ের ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেন। এরপর বিকেল ৫টায় বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়।
আরও পড়ুনএ ব্যাপারে আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, ছিনতাইয়ের বিষয়টি জানা ছিল না। দুইটি মোটরসাইকেল পড়ে আছে শুনে একজন এসআইকে সেটি উদ্ধারের দায়িত্ব দিয়েছি। ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন