হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন কনসাল জেনারেল জুলি ইডেহ–কে কঠোর বার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং কার্যালয়ের কমিশনার ছুই জিয়ানচুন স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি যেন হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, গত মঙ্গলবার এক বৈঠকে ছুই ইডেহকে চারটি নিষেধাজ্ঞার কথা জানান। এগুলো হলো—যাদের সঙ্গে সাক্ষাৎ করা উচিত নয়, তাঁদের সঙ্গে না দেখা করা; চীনবিরোধী শক্তির সঙ্গে কোনো যোগসাজশ না করা; হংকংয়ের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কার্যক্রমে অর্থ বা সহায়তা না দেওয়া এবং জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ না করা।
বৃহস্পতিবার ছুইয়ের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতেও এই বার্তা পুনর্ব্যক্ত করা হয়।
আরও পড়ুনচীনের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, মার্কিন কূটনীতিকেরা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করেন এবং এটাই কূটনীতির নিয়ম—হংকংও এর ব্যতিক্রম নয়।
ইডেহ গত আগস্টে হংকংয়ে দায়িত্ব নেন।
মন্তব্য করুন