ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

ছবি : সংগৃহীত,আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার খবর গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। বরং পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে তিনদিন ধরে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে বুধবার প্রথমবারের মতো মুখ খুলেছে দেশটির তালেবান প্রশাসন।

পাকিস্তানি সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করার খবর পুরোপুরি গুজব। এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

নেটব্লকসের তথ্যমতে, গত সোমবার থেকে কাবুলসহ আফগানিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এবং টেলিফোন সেবাও ব্যাহত হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে, তালেবান প্রশাসন সাম্প্রতিক ইন্টারনেট বন্ধের খবর অস্বীকার করলেও গত মাসে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা অশ্লীলতা দমনের নামে কিছু প্রদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন

এদিকে, জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) মঙ্গলবার এক বিবৃতিতে তালেবানকে অবিলম্বে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ব্ল্যাকআউট দেশের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আফগানিস্তানের ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করছে।

জাতিসংঘ জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নতায় ব্যাংকিং ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেছে, উড়োজাহাজ চলাচলেও মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা, প্রবাসী আয়।

সূত্র: আল-জাজিরা, ইউরো নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা 

বগুড়ার সারিয়াকান্দিতে কাশফুল দেখতে দর্শনার্থীদের ভিড়

১৫ বছর দেশে অসুরের রাজত্ব চলেছে : মাহমুদুর রহমান মান্না