ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

স্ত্রীর নামে কেনা লটারির টিকিটে বাজিমাত বাংলাদেশি প্রবাসীর

ছবি : সংগৃহীত,স্ত্রীর নামে কেনা লটারির টিকিটে বাজিমাত বাংলাদেশি প্রবাসীর

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি আল-আইনে রেস্তোরাঁর ব্যবসা করেন।

এ বাংলাদেশি গত দুই বছর ধরেই টিকিট কিনছিলেন। কিন্তু একবারও জেতেননি। সর্বশেষবার নিজের স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী।

তিনি গত ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী আল আইনকে নিজের বাড়ি হিসেবে অভিহিত করেছেন।

ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিটটি ৫০ হাজার দিরহাম জিতেছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।

বিগ টিকিট লটারি শোয়ের হোস্ট রিচার্ড যখন লটারি জয়ের কথা জানাতে ফারহানাকে ফোন করেন তখন ফোনটি ধরেন তার স্বামী। তিনি জানান, আসলে স্ত্রীর নামে এ টিকিটটি তিনি কিনেছেন। এ বাংলাদেশি হোস্ট রিচার্ডকে বলেন, “আমি তার স্বামী। এবার আমি আমার স্ত্রীর নামে লটারির টিকিট কিনেছি। ধন্যবাদ। আমি খুবই খুশী।”

আরও পড়ুন

তিনি জানিয়েছেন, লটারিতে জেতা এ অর্থ সরাসরি নিজের রেস্তোরাঁ ব্যবসায় লাগাবেন তিনি। এছাড়া নিজের কমিউনিটির মানুষদেরও কিছু সহায়তা করবেন।

আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত হবে। ওইদিন যে বিজয়ী হবেন তিনি পাবেন ২০ মিলিয়ন দিরহাম। এদিকে ৫০ হাজার দিরহাম জেতা এ বাংলাদেশি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবেন।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক দিতে চাইছে ইসি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গ্রেফতার ৩

বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী - মোশারফ হোসেন

হাসপাতালের বেডে সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ছবিটি ভুয়া

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু