ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী - মোশারফ হোসেন

বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী - মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি’র নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দেশের যেকোন উৎসব বা দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা মানুষের কল্যানে কাজ করে আসছে। তিনি আরও বলেন, প্রতিটি পূজামন্ডপে বিএনপি’র পক্ষ থেকে হেল্প সার্ভিস ডেক্স স্থাপন করা হয়েছে। আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবেন।

আমরা সব সময় আপনাদের পাশে আছি। প্রশাসনের পাশাপাশি আমরা রাজনৈতিকভাবেও সব ধরনের সহযোগিতা করবো। তাই নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে আপনারা উৎসব পালন করুন।

আরও পড়ুন

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুুমন, বিএনপি নেতা রেজাউল করিম জায়দার, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলমা মোস্তফা, হাসেম আলী, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

বুকে আবু সাঈদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে আলোকচিত্রী শহিদুল আলম

বড় বিনিয়োগ করে প্রকৃতির দিকে তাকিয়ে আমন চাষিরা

বগুড়া দুপচাঁচিয়ার জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার বহিস্কার

বগুড়ার শাহজাহানপুর শ্লীলতাহানির চেষ্টায় মাদ্রাসা শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখলো গ্রামবাসী

বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার