ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের ঘুষিতে একজনের মৃত্যু গ্রেফতার ৩

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের ঘুষিতে একজনের মৃত্যু গ্রেফতার ৩, প্রতীকী ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর বদলগাছী ভ্যানের চাকায় একটি রাজহাঁস দুর্ঘটনার শিকার হয়। এরপর ভ্যান চালকের এক ঘুষিতে হাঁস মালিকের মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় ভ্যান চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরের পর উপজেলা সদরে মহিলা কলেজ গেটেরে পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার দুপুরের পর মহিলা কলেজ গেটেরে পাশে সোহাসা গ্রামের ভ্যানচালক সবুজ হোসেনের ভ্যানের চাকায় দুর্ঘটনার শিকার একটি রাজহাঁস। সাথে সাথে ঐ রাজহাঁসটিকে ধরে জবাই করে ভ্যানচালক সবুজ। পাশেই একটি দোকানে হাঁসটি রেখে সবুজ চলে যায়। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে সবুজ আবারও ভ্যান নিয়ে আসার পথে হাঁস মালিক আব্দুল লতিফের ছেলে বাবু ভ্যানচালক সবুজকে আটকিয়ে হাঁসের ক্ষতিপূরণ দাবি করে।

এসময় সবুজ একটি হাঁস কিনে দেওয়ার কথা বলে জবাই করা হাঁসের মাংস নিয়ে যায়। ঐ দিন দুপুর ১২টার পর সবুজ তার স্ত্রীসহ ভাই সাকিল ও তার বাবা মাকে সাথে নিয়ে কোন ক্ষতিপূরণ দেবে না বলে হাঁসের মাংস ফেরত দিতে আসে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী নয়ন জানান, হাঁসের মাংস ফেরত দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় ভ্যানচালক সবুজ হাঁস মালিক আব্দুল লতিফের বুকে ঘুষি মারলে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে জ্ঞান হারায়। এলাকাবাসী তার মাথায় পানি দিলে জ্ঞান ফিরলেও সে কথা বলতে পারছিল না। সাথে সাথে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হয়।

ফলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই ডাবলু হোসেন বাদি হয়ে থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ ভ্যানচালক সবুজসহ তা বাবা-মাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ আনিছুর রহান জানান, বর্তমানে ৩ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পুরো বিষয়টি জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল সুন্দরগঞ্জের প্রতিবন্ধী শিশু মনির

ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

বুকে আবু সাঈদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে আলোকচিত্রী শহিদুল আলম

বড় বিনিয়োগ করে প্রকৃতির দিকে তাকিয়ে আমন চাষিরা

বগুড়া দুপচাঁচিয়ার জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার বহিস্কার