ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা আটক ১

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা আটক ১

পাবনা প্রতিনিধি : পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে এবং আহত নাইম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সাথে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে।

গতকাল মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

ভারতে কারারক্ষীকে পিটিয়ে পালিয়েছেন বাংলাদেশি বন্দি

বগুড়ার ধুনটের সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকাণ্ডে অংশ নেয় ১৭ জন, ‘মূলহোতা’ জামিল গ্রেফতার

২০ অক্টোবর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ