ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় জিডি হামলায় আহত ২

কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় জিডি হামলায় আহত ২, প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায়  থানায় জিডি করাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত। আহতের মধ্যে একজনকে গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসএম আনিছুর রহমান (৪৮) ও আলমগীর রহমান (৩৬) গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট এলাকার সবেদ আলীর ছেলে। ভুক্তভোগী ও স্থানীয়দের বরাতে জানা যায়, গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে হুদা গুনাইগাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ.আর পাবলিক স্কুল সংলগ্ন আব্দুল মান্নানের কনফেকশনারী দোকান চুরি করে ধরা পড়লে মারডাং করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষমা করে  দেন।

পরে এই ঘটনায় আব্দুল মান্নান উলিপুর থানায় একটি জিডি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আব্দুল মান্নানের শালক ও সমন্ধীদের (স্ত্রীর বড় ও ছোট ভাই) ওপর হামলা চালায়। এই ঘটনায় প্রতিকার চেয়ে আব্দুল মান্নানের সমন্ধী আশরাফুল আলম বাদি হয়ে উলিপুর থানায় মামলা করেন। অভিযুক্তরা হলেন- মেহেদী হাসান হুদা (২৪), সোহেল রানা (২৮), স্বাধীন মিয়া (২৯), কুরাইশি (২০), লুৎফর রহমান (৫৫), জান্নাতি বেগম (২৬), সাজেদা বেগম (৪৮), লিলি বেগম (২৯), লিপা বেগম ও সোমা বেগম।

মামলা সূত্রে জানা যায়, আশরাফুল আলমের বড় ভাই এসএম আনিছুর রহমান নিজ বাড়ি থেকে রাত ১০টায় গাবেরতল বাজারে গেলে পূর্ব বিরোধের জেরে আসামিগণ তাকে হত্যার উদ্দেশে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে।

আরও পড়ুন

এতে কাধের নিচে জখম হলে সেখানে চারটি সেলাই ও পিঠে মেরুদন্ডের মাঝে দুইটি সেলাই পড়ে। খবর পেয়ে বড় ভাইকে রক্ষা করার জন্য আলমগীর রহমান, আজাদুন্নবী ও আশরাফুল আলম এগিয়ে এলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে আলমগীর রহমানের ডান চোখের ভ্রুতে জখম হয়। জখম স্থানে ১৪টি সেলাই ও উপরের ঠোঁটে দুইটি সেলাই দেওয়া হয়েছে।

আশরাফুল আলম অভিযোগে আরও উল্লেখ করেন, তার শার্টের পকেট থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় এসএম আনিছুর রহমান ও আলমগীর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আলমগীর রহমানের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পরিবার জানান, আমাদের পরিবার এই ঘটনার শিকার হয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুর্বৃত্তদের বিচার না হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকাণ্ডে অংশ নেয় ১৭ জন, ‘মূলহোতা’ জামিল গ্রেফতার

২০ অক্টোবর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ 

কুড়িগ্রামে গৃহবধূকে ধর্ষণ ও হত্য বিচারের দাবি পরিবারের

মরক্কোয় জেন জি আন্দোলন: সহিংস বিক্ষোভে বিপাকে সরকার

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের ঘুষিতে একজনের মৃত্যু গ্রেফতার ৩