খাগড়াছড়িতে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
_original_1758712191.jpg)
খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া জুম্ম কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদরের সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভোরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে আটক করা হয় চয়ন শীলকে। চয়নের ছবি দেখে তাকে শনাক্ত করে ভিকটিম।
এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় নির্যাতনের শিকার ওই ছাত্রী। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বৌদ্ধ বিহারের পাশের একটি জমিতে অজ্ঞান অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুনভুক্তভোগীর অভিযোগ অজ্ঞাত ৩ যুবক পালাক্রমে তাকে ধর্ষণের পর সেখানে ফেলে রেখে যায়।
এদিকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন