ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং কোচ মিঠুন মানহাস। রজার বিনির বয়সজনিত কারণে অবসর নেওয়ার পর এই পদে তাকে মনোনীত করেছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শনিবার রাতে দিল্লিতে বিজেপি নেতা অমিত শাহের অফিসে দীর্ঘ বৈঠকের পর মানহাসের নাম চূড়ান্ত করা হয়। এর ফলে তিনি হবেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার, যিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।

৪৫ বছর বয়সী মানহাস গত রবিবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে নিশ্চিত করেছে সূত্র।

মানহাস ভারতের জাতীয় দলে খেলেননি, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড সমৃদ্ধ। ১৫৭ ম্যাচে তিনি করেছেন ৯৭১৪ রান, গড় ৪৫.৮২ এবং সেঞ্চুরি ২৭টি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইপিএলে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসের সঙ্গেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন

জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটির পরিচালক হিসেবেও কাজ করেছেন মানহাস। বোর্ড সচিব দেবজিত সাইকিয়ার সমর্থন এবং রাজনৈতিক সমীকরণ তার পক্ষে কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিসিসিআই সভাপতির দৌড়ে সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ সাবেক ক্রিকেটার হরভজন সিং, কর্ণাটকের রঘুরাম ভাট এবং গুজরাটের কিরণ মোরের নামও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত চমক হিসেবে মিঠুন মানহাসই দায়িত্ব নিতে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ