ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক, ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগরে ফারুক নার্সারি থেকে হাইব্রিড মরিচের চারা কিনে প্রতারণার শিকার হয়েছেন জামালপুরের সদর উপজেলাধীন কম্পপুর নয়াপাড়া গ্রামের সোরহাব আলী নামের হতদরিদ্র কৃষক। এ বিষয়ে ক্ষতিপূরণ ও প্রতারক নার্সারি মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সোরহাব আলী। 
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর শাহনগর গ্রামের ‘ফারুক নার্সারি’ থেকে কারিশমা জাতের ১৫ হাজার মরিচের চারা কেনেন জামালপুর সদর উপজেলাধীন কম্পপুর নয়াপাড়া গ্রামের কৃষক সোরহাব আলী (৫৮)। চারাগুলো জমিতে রোপলের পর তিনি লক্ষ্য করেন মাত্র সাত দিনেই চারা গাছে ফুলের কুড়ি দেখা দিচ্ছে। এতে তিনি নিশ্চিত হন যে মরিচের চারাগুলো কারিশমা জাতের নয়, বরং নিম্নমানের। এতে তার প্রায় ২-৩ লাখ টাকা ক্ষতি হবে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষক সোরহাব আলী গত রোববার বিকেলে শাহনগর গ্রামে যান এবং ‘শাহনগর সবজি নার্সারি মালিক সমিতি’র নেতৃবৃন্দকে ফারুক নার্সারির প্রতারণার বিষয়টি জানান। কিন্তু নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ কোন প্রতিকার করতে না পারায় আজ সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 
প্রতারণার বিষয়টি অস্বীকার করে ফারুক নার্সারির মালিক ফারুক আহম্মেদ মুঠোফোনে জানান, তিনি নিজে হাইব্রিড মরিচের চারা আমদানি করেন। তার প্রতিষ্ঠানের নাম ‘সিয়াম সীডস্’। এ বছর বৈরি আবহাওয়ার কারণে নার্সারিতেই চারার বয়স বেশি হয়েছে। তাই রোপণের পর পরই ফুলের কুড়ি দেখা দিয়েছে। একমাস পরে সব ঠিক হয়ে যাবে। চারা উপড়ে ফেলার বিষয়ে তিনি বলেন, ভুল ওষুধ প্রয়োগে মরিচের চারাগুলোর সতেজতা নষ্ট হওয়ায় চারা উপড়ে ফেলে নতুন করে বীজ বপণ করা হবে। 
নিম্ন মানের চারা বিক্রির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান জানান, চারা কিনে কৃষকরা যাতে প্রতারিত না হন সে জন্য চারা বেচাকেনার ক্ষেত্রে নার্সারি মালিকদেরকে ‘ক্যাশ মেমো’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে চারা উৎপাদনকারী নার্সারিগুলোকে নিবন্ধনের আওতাভুক্ত করতে উপজেলা কৃষি বিভাগকে বলা হয়েছে। নির্দেশনা না মানলে নার্সারি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ