বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার : দেশের ৮ বিভাগের ৮ জেলার ১৬ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মোবাইল নম্বরে ওটিপি প্রেরণপূর্বক যাচাই করে চাল বিতরণ পাইলটিং কার্যক্রম সম্প্রসারণের কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার থেকে বগুড়া সদরের নিশিন্দারা ও রাজাপুর ইউনিয়নে ওটিপি ব্যবহার করে চাল বিতরণ শুরু হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় ঢাকা বিভাগের কেরানীগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা সদর, চট্রগ্রাম বিভাগের কুমিল্লা সদর, সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর, রাজশাহী বিভাগের বগুড়া সদর, রংপুর বিভাগের রংপুর সদর, খুলনা বিভাগের কুষ্ঠিয়া সদর এবং বরিশাল বিভাগের বরিশাল সদরের ২টি ইউনিয়ন আওতাভূক্ত করা হয়েছে।
আজ সোমবার বগুড়া সদরের নিশিন্দারা এবং রাজাপুর ইউনিয়নে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ শুরু হয়েছে। নিশিন্দারার ৪ ডিলারের মাধ্যমে ২৩৭৮ এবং রাজাপুরের ২ ডিলারের মাধ্যমে ১২৪৬ উপকারভোগীর মাছে চাল বিতরণ শুরু হয়েছে। চলতি মাসে পাইলট প্রকল্পের মাধ্যমে ২ ইউনিয়ন অন্তভূক্ত করা হলেও আগামী অক্টোরব থেকে সকল ইউনিয়নে ওটিপি প্রেরণ করে যাচাই করে চাল প্রদান করা হবে।
আরও পড়ুনবগুড়া সদর খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ জানান, আগে খাতায় মাস্টারোল করে চাল বিতরণ করা হতো। এখন আর খাতায় করতে হবে না। সব কিছু হবে ওটিপির মাধ্যমে যা একটি সার্ভার কতৃক নিয়ন্ত্রিত হবে। সার্ভারে সমস্যা হলে ওটিপি পেতে সমস্যা হবে সেই সাথে চাল বিতরনে বিঘ্ন হতে পারে। এজন্য সার্ভার যাতে ঠিক থাকে সেজন্য তার উদ্ধতন কতৃপক্ষের কাছে জানিয়েছেন তারা। তিনি আরও বলেন একজন উপকারভোগী ডিলারের কাছে চাল নিতে গেলে মোবাইল নিয়ে যেতে হবে সেই নাস্বারের ওটিপি যাবে। তাৎক্ষনিক ওটিপি যাচাই করে চাল দেওয়া হবে। এই পদ্ধতি চালু হলে ডিলাররা অনিয়ম করতে পারবে না। বাজারে অবৈধভাবে চাল বিক্রি করতে পারবে না।
মন্তব্য করুন