ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চীনে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

চীনে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ অ-১৭ দল গতকাল (২১ সেপ্টেম্বর) সাফ অ-১৭ টুর্নামেন্ট স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে। সেই ম্যাচের ১২ ঘন্টা পার হওয়ার আগেই বাংলাদেশের অ-১৭ পর্যায়ে চীনে শ্রীলঙ্কা একাডেমিকে ৮-০ গোলে হারিয়েছে বাফুফের একাডেমি দল। চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

 

গতকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে সেনইয়াং অ-১৭ দলকে পরাজিত করে। বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই নাইম গোল করেন। তাহসান ১৬, রনি ২২ ও হেদায়েত ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। 

বিরতির পর আরো ৪ গোল করে বাংলাদেশ। তাহসান ৪৩ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের সুচনা করেন। স্বপন ৫২ ও মেহেদী ৭১ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করেন। চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে।

আরও পড়ুন

দুই ম্যাচ জেতায় বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল গত পরশু বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

তামিমের অভিযোগের অস্বীকার করলেন ক্রীড়া উপদেষ্টা

রাকসুর ভোটের তারিখ পরিবর্তন

পাকিস্তানে বিমানবাহিনীর বোমা হামলায় নিহত ৩০

ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা