ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন ইমরান ফকির ও তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঘটনার পর নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত ইমরান ফকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
মন্তব্য করুন